এই তালিকা সতত পরিবর্তনশীল। সাধারণত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রতি বছর মার্চ মাসে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে।বছরের শুরুতে বিল গেটস ১ নম্বরে থাকলেও এখন স্লিম উঠে গেছেন শীর্ষে।
নিচে বর্তমানে (সেপ্টেম্বর,১৪) বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা দেওয়া হল।
লক্ষ্যণীয়ঃ
* বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৭ জনই আমেরিকার।
* বিল গেটস সবচেয়ে বেশি বার শীর্ষে ছিলেন। ১৯৯৫ সাল থেকে টানা ২০০৭ সাল পর্যন্ত। কিন্তু এই লিস্টে তাঁর বয়স সবচেয়ে কম.
এই তালিকা যে কোন সময় এদিক ওদিক হতে পারে। তবে খুব বেশি নড়চড় হবে না। শীর্ষত্ব এই কয় জনের মধ্যেই থাকে।
সূত্রঃ
১. http://www.forbes.com/billionaires/list/#tab:overall
কার্লোস স্লিম হেলু, মেক্সিকো। |
ক্রম
|
নাম
|
অর্থের পরিমাণ (বিলিয়ন ডলার)
|
বয়স
|
দেশ
|
অর্থের উৎস
|
১
|
কার্লোস স্লিম হেলু
|
৮২.৮
|
৭৪
|
মেক্সিকো
|
টেলিকম
|
২
|
বিল গেটস
|
৮১.৩
|
৫৮
|
আমেরিকা
|
মাইক্রোসফট
|
৩
|
ওয়ারেন বাফেট
|
৬৮.২
|
৮৩
|
আমেরিকা
|
Berkshire Hathaway
|
৪
|
অ্যামানিচিও ওর্টেগা
|
৬০.৬
|
৭৮
|
স্পেন
|
খুচরা
|
৫
|
ল্যারি ইলিসন
|
৪৮.৫
|
৬৯
|
আমেরিকা
|
ওর্যাকল
|
৬
|
চার্লস কোচ
|
৪৩
|
৭৮
|
আমেরিকা
|
বিবিধ
|
৭
|
ডেভিড কোচ
|
৪৩
|
৭৪
|
আমেরিকা
|
বিবিধ
|
৮
|
কৃষ্টি ওয়াল্টন পরিবার
|
৩৮
|
৫৯
|
আমেরিকা
|
ওয়াল মার্ট
|
৯
|
জিম ওয়াল্টন
|
৩৬.৩
|
৬৬
|
আমেরিকা
|
ওয়াল মার্ট
|
১০
|
লিলিয়ানে বেটেনকোর্ট পরিবার
|
৩৫.৫
|
৯১ |
ফ্রান্স
|
L'Oreal
|
লক্ষ্যণীয়ঃ
* বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৭ জনই আমেরিকার।
* বিল গেটস সবচেয়ে বেশি বার শীর্ষে ছিলেন। ১৯৯৫ সাল থেকে টানা ২০০৭ সাল পর্যন্ত। কিন্তু এই লিস্টে তাঁর বয়স সবচেয়ে কম.
এই তালিকা যে কোন সময় এদিক ওদিক হতে পারে। তবে খুব বেশি নড়চড় হবে না। শীর্ষত্ব এই কয় জনের মধ্যেই থাকে।
সূত্রঃ
১. http://www.forbes.com/billionaires/list/#tab:overall
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন