বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

এইচটিএমএল কোর্স ৫ম পর্বঃ লিঙ্ক তৈরি

লিঙ্ক ওয়েব পেজের অন্যতম অংশ। প্রোগ্রামিং এর ভাষায় বলে হাইপারলিঙ্ক। আমরা অনেক সময় ওয়েব পেজে দেখি লেখা থাকে এখানে ক্লিক করুন, Click Here ইত্যাদি যেখানে ক্লিক করলে ব্রাউজার অন্য পাতায় চলে যায়। অনেক সময় আবার 'এখানে ক্লিক করুন', 'Click Here'ধরণের কথা থাকে না, কোন শব্দ বা শব্দগুচ্ছই লিঙ্ক হিসেবে কাজ করে। এর সবচেয়ে ভালো উদাহরণ উইকিপিডিয়া
 লিঙ্কের ট্যাগ হল <a>। 
এইচটিএমএল লিঙ্ক তৈরির কোডঃ
কোড কপি করতে কোডের ওপর মাউস রেখে ডান পাশের <> চিহ্নে ক্লিক করুন।
এখানে url এর স্থলে ওয়েবপেজের ঠিকানা বসবে। 
যেমনঃ
কোড কপি করতে কোডের ওপর মাউস রেখে ডান পাশের <> চিহ্নে ক্লিক করুন।
আরো কাস্টোমাইজেশনঃ
* ব্রাউজারকে নতুন ট্যাব খুলতে বাধ্য করা। এতে লিঙ্কে ক্লিক করলেই ব্রাউজার আগের ট্যাব আগের মত রেখে নতুন লিঙ্ক নতুন ট্যাবে খুলবে। এর জন্য target Attribute ব্যবহার করতে হবে। তবে, HTML5 এটি সমর্থন করে না।
কোড কপি করতে কোডের ওপর মাউস রেখে ডান পাশের <> চিহ্নে ক্লিক করুন।

1 comments: