বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

বুধবার, ৯ জুলাই, ২০১৪

পিসিতে ফন্ট ইন্সটল বা আনইন্সটল করবেন কীভাবে?

স্বীকার করছি অনেকটা স্বার্থপরের মতই যে টিপস আমার নিজের প্রয়োজন হয় তা আমি আগে নিজে জেনে নিই, পরে অন্যদের জানাই। আমার অনেক পোস্টই এ রকম -যেমন এটি। তবে অনেক সময় নিজের ভালো লাগা বিষয় নিয়েও লিখি।
যাই হোক অনেক সময় সঠিক ফন্টের অভাবে আমরা লেখা সুন্দরভাবে দেখি না। উপরন্তু অনেক সময় বেশ কিছু ফন্টের গোলযোগে লেখা আরো গোলমেলে মনে হয়। অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট!
আমার এ ব্লগে Solaimani lipi ব্যবহার করেছি। তবে ইদানিং Siyam Rupali দেখতে ভালো লাগে।
আপনার ডিভাইসে বাংলা না দেখা গেলে বা ভালো না দেখা গেলে সোলাইমানি লিপি ডাউনলোড করে নিতে পারেন।
যাই হোক মূল আলোচনায় আসি-
সোলাইমানি ডাউনলোডের পর যদি মনে হয় আগের চেয়ে খারাপ লাগছে (যেমন আমার হয়েছিল) তাহলে একে আনইন্সটল করতে হবে।
অতএব ক্রমাগত করতে থাকুন এভাবে (ক্লিক করে করে)
Control Panel> Appearance and Personalization> Fonts (অবস্থান একেবারে নিচে- যেমন ছবিতে)

এবার সবগুলো ফন্টের তালিকা পাবেন। যেটা ডিলিট / আন ইন্সটল করবেন সেটার উপর ক্লিক করে উপরের মেনু থেকে Delete এ ক্লিক করুন।
ব্যাস! ফন্টের জ্বালা থেকে বেঁচে গেলেন। 

সোমবার, ৭ জুলাই, ২০১৪

ফেসবুকে কোন প্রোফাইল বা পেজের লিঙ্ক দেবার কৌশল


স্ট্যাটাস আপডেট দেবার সময় স্বাভাবিকভাবেই টাইপ করতে থাকুন।
এবার যখন কোন ফ্রেন্ড বা অন্য কারো প্রোফাইলের বা কোন পেজের লিঙ্ক দেবার প্রয়োজন হবে, তখন টাইপ করুন @ চিহ্নটি। এরপর প্রোফাইল বা পেজের নাম টাইপ করতে থাকুন। অনেকগুলো পেজের/ প্রোফাইলের অপশন ড্রপডাউন লিস্টে দেখা যাবে। আপনার যেটি দরকার সেটিতে ক্লিক করুন। ব্যাস!

যদি অপশন অনেক বেশি আসে অথবা আপনার কাঙ্ক্ষিত পেইজ/প্রোফাইল খঁজে না পান তাহলে পেজে/প্রোফাইলে গিয়ে প্রোফাইল নাম বা পেজের নাম হুবহু কপি করে @ চিহ্নের পর পেস্ট করে দিন। ব্যাস!
আরেকটি বিষয় জানার/জানানোর বাকী থাকতে পারে। সেটি হল ফেসবুকে কীভাবে হাইপারলিঙ্ক দিতে হয় যেমন ব্লগে দেওয়া যায়। শীঘ্রই সেটা জানানোর চেষ্টা করব।

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

আপনার নিবন্ধের শব্দ সংখ্যা বের করুন

যাঁদের লেখালেখির অভ্যেস আছে তাঁদেরকে অনেক সময় সীমিত শব্দের মধ্যে কিছু লিখতে হয় যেমন কোন বিষয়ের উপর গবেষণা নিবন্ধ তৈরি বা রচনা লেখা, অ্যাসাইনমেন্ট প্রস্তত করা ইত্যাদি।
আপনি এখন এই পেজেই গুণে ফেলতে পারেন কত শব্দ আপনার লেখা হল -
নিচের বক্সে টাইপ করুন অথবা আগেই টাইপ করা থাকলে এখানে জাস্ট কপি-পেস্ট করে দিন। এরপর ক্লিক করুন গুনুণ -এ।
এছাড়াওও  নেটে অনেক সাইট আছে যেখানে আরো সুন্দর ইন্টারফেসে আপনি শব্দ এবং একই সাথে অক্ষরও গুণতে পারবেন। এমন সাইটের লিস্ট পাবেন এখানে। 
প্রয়োজনে বক্সের নিচে ডানে মাউস চেপে ধরে টেনে বক্সকে লম্বা করতে পারেন।