HTML কীঃHTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থ্যাৎ টেক্সট দেখেই এর বিশেষত্ব বোঝা যায়।এটা ওয়েব ডিজাইনের প্রাথমিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেইজ সাজাতে হলে যেমন টেক্সট বড়-ছোট, রঙিন করা, লিঙ্ক দেওয়া ইত্যাদি HTMLএর মাধ্যমে করা হয়।
HTML এর পূর্ণরূপ কীঃ
HTML এর পূর্ণরূপ হল Hyper Text Markup Language।
HTML কোড কিভাবে লেখা হয়?
HTML কোড লেখা হয় ট্যাগ (Tag) ব্যবহারের মাধ্যমে। প্রত্যেক ট্যাগের আগে ও পরে যথাক্রমে '<' ও '>' চিহ্ন দিতে হয় কোটেশন চিহ্ন ছাড়া)। যেমন টেক্সট মোটা বা বোল্ড অক্ষরের করতে হলে <b>, বাঁকা অক্ষরে লিখতে হলে <i> ইত্যাদি।
html কোথায় লিখবো?
সাধারণত কোন html এডিটর সফটওয়্যারে কোডগুলো লিখে ফাইল বানিয়ে ওয়েবসাইটে আপলোড করতে হয়। তবেম ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলেও ইডিট করা যায়।
তবে, আপনি আপনার উইন্ডোজ পিসিতেই অফলাইনে (ইন্টারনেট কানেকশন ছাড়াই) html চর্চা করতে পারবেন।
এছাড়া অনলাইনে ডাব্লিউথ্রিস্কুলস এর ওয়েবসাইটেও চর্চা করতে পারেন। এখানে ক্লিক করুন।
এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন কী?
যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি ফাইলের একটি এক্সটেনশন থাকে। যেমন পিইচপি প্রোগ্রামিং এর জন্য .php, জাভাস্ক্রিপ্টের জন্য .js, তেমনি html কোন ডকুমেন্টের জন্য এক্সতেনশন দিতে হয় .html অথবা .htm।
একটি উদাহরণঃ
ব্যাখ্যাঃ
১. DOCTYPE দ্বারা ডকুমেন্টের টাইপ বা ধরণ বোঝানো হচ্ছে। পরবর্তীতে আরো বিস্তারিত জানবেন।
২. এইচটিএমএল ডকুমেন্টের সম্পূর্ণ কোড <html> ও </html> কোডদ্বয়ের মধ্যে থাকে। তবে এ থাগদ্বয় না দিলেও চলে।
৩. <body> and </body> ট্যাগের মাঝে ডকুমেন্টের দৃশ্যমান অংশ থাকে। আপনি যা ব্রাউজারে দেখাতে চান, সেটা এখানে থাকবে।
৪. <h1> দ্বারা বৃহত্তম হেডিং লেখা হয়।
৫. <p> ও </p> এর মাঝে থাকে কোন একটি নির্দিষ্ট অনুচ্ছেদ।
html এর বিভিন্ন ভার্সনঃ
অন্যান্য প্রোগ্রামিং এর মতই এরও অনেকগুলো ভার্সন আছে। ২০১২ সালে সর্বশেষ HTML5 অবমুক্ত হয়।
পরের পাঠঃ নোটপ্যাডে কিভাবে html চর্চা করা যায়?
HTML এর পূর্ণরূপ কীঃ
HTML এর পূর্ণরূপ হল Hyper Text Markup Language।
HTML কোড কিভাবে লেখা হয়?
HTML কোড লেখা হয় ট্যাগ (Tag) ব্যবহারের মাধ্যমে। প্রত্যেক ট্যাগের আগে ও পরে যথাক্রমে '<' ও '>' চিহ্ন দিতে হয় কোটেশন চিহ্ন ছাড়া)। যেমন টেক্সট মোটা বা বোল্ড অক্ষরের করতে হলে <b>, বাঁকা অক্ষরে লিখতে হলে <i> ইত্যাদি।
html কোথায় লিখবো?
সাধারণত কোন html এডিটর সফটওয়্যারে কোডগুলো লিখে ফাইল বানিয়ে ওয়েবসাইটে আপলোড করতে হয়। তবেম ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলেও ইডিট করা যায়।
তবে, আপনি আপনার উইন্ডোজ পিসিতেই অফলাইনে (ইন্টারনেট কানেকশন ছাড়াই) html চর্চা করতে পারবেন।
এছাড়া অনলাইনে ডাব্লিউথ্রিস্কুলস এর ওয়েবসাইটেও চর্চা করতে পারেন। এখানে ক্লিক করুন।
এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন কী?
যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি ফাইলের একটি এক্সটেনশন থাকে। যেমন পিইচপি প্রোগ্রামিং এর জন্য .php, জাভাস্ক্রিপ্টের জন্য .js, তেমনি html কোন ডকুমেন্টের জন্য এক্সতেনশন দিতে হয় .html অথবা .htm।
একটি উদাহরণঃ
কোড কপি করতে কোডের ওপর মাউস রেখে ডান পাশের <> চিহ্নে ক্লিক করুন।
ব্যাখ্যাঃ
১. DOCTYPE দ্বারা ডকুমেন্টের টাইপ বা ধরণ বোঝানো হচ্ছে। পরবর্তীতে আরো বিস্তারিত জানবেন।
২. এইচটিএমএল ডকুমেন্টের সম্পূর্ণ কোড <html> ও </html> কোডদ্বয়ের মধ্যে থাকে। তবে এ থাগদ্বয় না দিলেও চলে।
৩. <body> and </body> ট্যাগের মাঝে ডকুমেন্টের দৃশ্যমান অংশ থাকে। আপনি যা ব্রাউজারে দেখাতে চান, সেটা এখানে থাকবে।
৪. <h1> দ্বারা বৃহত্তম হেডিং লেখা হয়।
৫. <p> ও </p> এর মাঝে থাকে কোন একটি নির্দিষ্ট অনুচ্ছেদ।
html এর বিভিন্ন ভার্সনঃ
অন্যান্য প্রোগ্রামিং এর মতই এরও অনেকগুলো ভার্সন আছে। ২০১২ সালে সর্বশেষ HTML5 অবমুক্ত হয়।
পরের পাঠঃ নোটপ্যাডে কিভাবে html চর্চা করা যায়?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন