বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

ইন্টারনেট কানেকশান ছড়া যে ওয়েবসাইট চলে

একটি ওয়েবসাইট আছে যা সাইটের ভাষ্যমতে ইন্টারনেট কানেকশন ছাড়া চলে। এবং ওয়েবসাইটটি দেখতে হলে ভিজিটরকে ইন্টারনেট কানেকশান অফ করতে হবে। সাইটটি হল allaboutrajni.com। এটা নাকি চলে  রজনী পাওয়ার দিয়ে! অন্তত দেখে তাই মনে হয়।
আপনি যখন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তখন আপনাকে একটি বার্তা দেখানো হবে যে-
"এই সাইটে প্রবেশের একমাত্র উপায় হল আপনার ইন্টারনেট কানেকশান অফ করা"


সত্যিই যদি আপনি ইন্টারনেট অফ করেন তবে সাইটটি দেখা যাবে। আবার নেট চালু করলে সাইটটি না দেখা গিয়ে আরেকটি বার্তা দেখাবে। 
আসল ব্যাখ্যাঃ প্রকৃতপক্ষে সাইটটি ইন্টারনেট ছাড়া চলবে না। তাহলে কাজ করে কীভাবে?
সাইটের নির্মাতারা একটু কৌশলের আশ্রয় নিয়েছেন যাতে করে দেখতে এমন মনে হয়। যখনই সাইটটি খোলা হয়, কয়েক সেকেন্ডেই একটি ফ্ল্যাশ ফাইল ওপেন হয়। লুপিং প্রক্রিয়ায় একটি স্ক্রিপ্ট রান হয় যা ইন্টারনেট কানেকশান যাছাই করে এবং কানেকশান অফ করলে স্ক্রিপ্টটি আপনাকে ফাইলটি দেখার সুযোগ দেয় যা আগেই (আপনার প্রথম ভিজিটেই) লোড হয়েছিল। 

কীভবে বুঝবেন সাইটটি আসলে ইন্টেরনেট ছাড়া অচল?
এটা সহজেই চেক করতে হলে প্রথমবার সাইটটি ভিজিট করার আগেই আপনার নেট অফ করে রাখুন। দেখবেন এটি লোড হচ্ছে না। 

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪