অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মত html চর্চা করতে চাইলে আপনাকে কোন কম্পাইলার ডাইনলোড ও ইন্সটল করতে হবে না। আপনার নেট কানেকশন থাকাও কোন শর্ত নয়। তবে, ওয়েবসাইট বানাতে চাইলে আলাদা কথা। আপনার পিসিতে থাকা নোটপ্যাডই এইচটিএমএল কম্পাইলার হিসেবে উপযুক্ত। চলুন, দেখা যাক কিভাবে?
১. নোটপ্যাড খুলুন। ক্লিক করুন Start > All Programs > Accessories > Notepad।
অথবা Start এ ক্লিক করে Notepad লিখে এন্টার চাপুন।
২. এতে কিছু এইচটিএমএল কোড লিখুন। যেমন এ রকম। আরো কোড পাবার জন্য আমাদের এইচটিএমএল কোর্স দেখুন।
৩. এবার ফাইলটি Save করুন। File -> Save as
অথবা এভাবেঃ কি-বোর্ডে Ctrl + S চাপুন। Save করার সময় অবশ্যই এক্সটেনশন হিসেব .html বা .htm দিন। সাধারণত আগে থেকে *.txt থাকে। এখানে * এর স্থলে যে কোন নাম এবং .txt এর বদলে .html বা .htm দেবেন।
৪. এবার ফাইলটি যেখানে সেভ করেছেন, সেখানে গিয়ে সেটি খুলুন। আবার Edit করতে চাইলে Right ক্লিক দিয়ে Open With থেকে Notepad বাছাই করুন।
১. নোটপ্যাড খুলুন। ক্লিক করুন Start > All Programs > Accessories > Notepad।
অথবা Start এ ক্লিক করে Notepad লিখে এন্টার চাপুন।
২. এতে কিছু এইচটিএমএল কোড লিখুন। যেমন এ রকম। আরো কোড পাবার জন্য আমাদের এইচটিএমএল কোর্স দেখুন।
৩. এবার ফাইলটি Save করুন। File -> Save as
অথবা এভাবেঃ কি-বোর্ডে Ctrl + S চাপুন। Save করার সময় অবশ্যই এক্সটেনশন হিসেব .html বা .htm দিন। সাধারণত আগে থেকে *.txt থাকে। এখানে * এর স্থলে যে কোন নাম এবং .txt এর বদলে .html বা .htm দেবেন।
৪. এবার ফাইলটি যেখানে সেভ করেছেন, সেখানে গিয়ে সেটি খুলুন। আবার Edit করতে চাইলে Right ক্লিক দিয়ে Open With থেকে Notepad বাছাই করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন