ব্লগ বা ওয়েবসাইট বানাতে আপনার দুটি জিনিস প্রয়োজন। এক, একটি ডোমেইন নিবন্ধন করা। ডোমেইন নেইম হচ্ছে আপনার সাইটের ঠিকানা যেখানে গেলে ভিজিটররা আপনার ওয়েবসাইট দেখতে পাবে। যেমন skyphoton.com হল এই ব্লগের ডোমেইন নেইম।
দুই, ওয়েব ফাইল বা তথ্য রাখবার জন্য ওয়েব স্পেস কেনা যাকে বলা হয় হোস্টিং যার মাধ্যমে আপনি অনলাইনে আপনার ফাইল গুলো রাখতে পারবেন।
এখন, ফ্রিতে ওয়েবসাইট বা ব্লগ বানানোর অর্থ ডোমেইন এবং হোস্টিং দুইই ফ্রিতে পাওয়া। অবশ্য এমনও করতে পারেন যে, ডোমেইন নিবন্ধন করলেন, কিন্তু হোস্টিং ফ্রিতে রাখলেন।
ফ্রি ডোমেইনের সুবিধাঃ
১। আপনাকে বছর বছর পে করতে হচ্ছে না।
২| বেশিরভাগ ফ্রি ডোমেইন সরবরাহকারীই ফ্রি সাইটবিল্ডিং বা সাইট নির্মাণের সুযোগ দেয়।
ফ্রি ডোমেইনের অসুবিধাঃ
১| আপনার নিজস্ব কোন ঠিকানা থাকলো না। আপনি যখন ফ্রি ডোমেইন ইউজ করবেন তখন আপনার ওয়েব ঠিকানার সাথে Domain Name Provider এর নামও থাকবে। ফলে আপনার স্বাতন্ত্র্য থাকলো না। যেমন ধরুন example.com নামের সাইটটি আপনাকে ফ্রি ডোমেইন দিচ্ছে। তাহলে আপনার ডোমেইন হবে এরকম yourname.example.com যেখানে yourname এর জায়গায় আপনার ইচ্ছামতো দিতে পারবেন কিন্তু শেষে তাদের নাম থাকবেই।
২| অনেক সময় দেখা যায় আপনি ডোমেইনটি নেবার কিছুদিন পর আপনাকে কিনতে বলা হবে। তখন না কিনলে আপনার সুবিধা বাতিল করা হবে।
৩| সার্চ ইঞ্জিন সহায়ক নয়।
বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটই ব্লগ স্টাইলে বানানো হয়। মূলত বলা যায়, সকল ব্লগই ওয়েবসাইট কিন্তু সকল ওয়েবসাইট ব্লগ নয়। ফ্রি ব্লগ বা ওয়েবসাইট বানানো যায় এমন কিছু link নিচে দেওয়া হল।
১| www.blogger.com
২। wordpress.com
৩| www.weebly.com
৪। www.yola.com
৫| www.webs.com
ইত্যাদি সহ আরো অসংখ্যা। পরের পোস্টে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, ইনশা'আল্লাহ।