বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

কি বোর্ড দিয়ে ব্রাউজিং শর্টকাট


কোন কারণে আপনার পিসির মাউস কাজ করছে না বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে? তাই বলে তো আর ব্রাউজিং বসে থাকতে পারে না। কি বোর্ডেই চালিয়ে নেওয়া যায় কাজ।
নিচের শর্টকাটগুলো অধিকাংশ ব্রাউজারেই কাজ করবে। তবে, ২/১ টি শর্টকাট হয়ত কোনো কোনো কাজ করবে না।

শর্টাকাট কাজ
Ctrl+1-8 ১-৮ পর্যন্ত বিভিন্ন ট্যাবে স্থানান্তর (বাঁ থেকে)
Ctrl+9 সর্বশেষ ট্যাবে যেতে
Ctrl+Tab পরবর্তী ট্যাবে যেতে
Ctrl+Shift+Tab আগের ট্যাব
Ctrl+W বা Ctrl+F4 বর্তমান ট্যাব বন্ধ করতে
Ctrl+Shift+T এইমাত্র বন্ধ করা ট্যাব পুনরায় খুলতে
Ctrl+T নতুন ট্যাব
Ctrl+N ব্রাউজারে নতুন উইন্ডো খুলতে
Alt+F4 বর্তমান উইন্ডো বন্ধ করতে (এই শর্টকাট যে কোন প্রোগ্রামের জন্যেই কাজ করে)
Alt+Left Arrow বা Backspace আগের পেইজে ফিরে যেতে
Alt+Right Arrow, Shift+Backspace কোন পেইজ থেকে ফিরে এলে আবার সেই পেইজে যেতে
F5 রিলোড তথা নতুন করে লোড করতে
Ctrl+F5 Cache বাদ দিয়ে নতুন করে রিলোড। cache হলো সাইট কতৃক পিসিতে সেভ করে রাখা কিছু তথ্য যাতে পৃষ্ঠা দ্রুত লোড হয়। এইজন্যে দেখবেন, আগে ভিজিট করা হয়েছে এমন সাইট দ্রুত লোড হয়। 
Escape থামাতে
Alt+Home ব্রাউজারের মূল পাতা
Ctrl এবং + পৃষ্ঠার টেক্সট বড় করা
Ctrl এবং + পৃষ্ঠার টেক্সট ছোট করা
Ctrl+0 টেক্সটের স্বাভাবিক আকার নিয়ে আসা
F11 ফুল স্ক্রিন
F11 এক ফ্রেইম নিচে নামা
Shift+Space, Page Up এক ফ্রেইম উপরে
Home পৃষ্ঠার একেবারে উপরে
End পৃষ্ঠার নিচে
Ctrl+L , Alt+D, F6 ওয়েব এড্রেস টাইপিং
Alt+Enter নতুন টাইপ করা ওয়েবসাইট নতুন ট্যাবে খোলা
Ctrl+K , Ctrl+E ওয়েব সার্চ
Ctrl+F , F3 পৃষ্ঠার কোন টেক্সট খুঁজে বের করতে
Ctrl+G , F3 পেইজ সার্চের পরবর্তী ফলাফল
Ctrl+Shift+G , Shift+F3 পেইজ সার্চের আগের ফলাফলে ফিরে যেতে
Ctrl+H ব্রাউজিং ইতিহাস
Ctrl+J ডাউনলোড তালিকা ও ইতিহাস
Ctrl+D বর্তমান পেইজটি বুকমার্ক করতে
Ctrl+P বর্তমান পেইজ প্রিন্ট করতে
Ctrl+S বর্তমান পেইজটি পিসিতে সেইভ করতে
Ctrl+O পিসি থেকে কোন ফাইল বের করতে
Ctrl+U বর্তমান পেইজের সোর্স কোড দেখতে

সূত্রঃ howtogeek

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন