এই পোস্ট দেবার একমাত্র উদ্দেশ্য কয়েকটি সেকেন্ড সময় বাঁচানো। আমরা অনেকেই ফেসবুক বা গুগলের বিভিন্ন সেবা যেমন জিমেইল, ইউটিউব বা ব্লগারে সাইন ইন করতে গিয়ে পুরো ইমেইল বসাই। আসলে সাইন ইন করার জন্যে পুরো ইমেইল বসাবার কোন দরকার নেই। এই কাজের জন্যে আপনার ইউজার নেইমই যথেষ্ট।
গুগলঃ
গুগলের ক্ষেত্রে '@' চিহ্নের আগে যে অংশটুকু থাকে, সেটিই হচ্ছে আপনার ইউজার নেইম। সাইন ইন করতে গিয়ে এটি বসিয়ে কিবোর্ডে Enter চাপুন অথবা Next এ ক্লিক করুন। দেখাবেন, গুগল নিজেই আপনার পুরো ইমেইল বসিয়ে দিয়েছে। এবার পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করে গুগলের সেবাগুলো উপভোগ করতে থাকুন।
একই কথা প্রযোজ্য ফেসবুক লগ ইনের ক্ষেত্রেও। ফেসবুকের ক্ষেত্রেও ইউজার নেম দিয়েই লগ ইন করা যায়। তবে, এখানে আমরা আমাদের প্রোফাইল নামকে ইউজার নেইম মনে করি। কিন্তু আসলে ইউজার নেইম হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্কে facebook.com এর স্ল্যাশ চিহ্ন দিয়ে যে নামটা থাকে সেটি।
যেমন আমার ক্ষেত্রে '/' চিহ্নের পরের mahmud.sbi কথাটি হচ্ছে ইউজার নেইম।
গুগলঃ
গুগলের ক্ষেত্রে '@' চিহ্নের আগে যে অংশটুকু থাকে, সেটিই হচ্ছে আপনার ইউজার নেইম। সাইন ইন করতে গিয়ে এটি বসিয়ে কিবোর্ডে Enter চাপুন অথবা Next এ ক্লিক করুন। দেখাবেন, গুগল নিজেই আপনার পুরো ইমেইল বসিয়ে দিয়েছে। এবার পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করে গুগলের সেবাগুলো উপভোগ করতে থাকুন।
একই কথা প্রযোজ্য ফেসবুক লগ ইনের ক্ষেত্রেও। ফেসবুকের ক্ষেত্রেও ইউজার নেম দিয়েই লগ ইন করা যায়। তবে, এখানে আমরা আমাদের প্রোফাইল নামকে ইউজার নেইম মনে করি। কিন্তু আসলে ইউজার নেইম হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্কে facebook.com এর স্ল্যাশ চিহ্ন দিয়ে যে নামটা থাকে সেটি।
যেমন আমার ক্ষেত্রে '/' চিহ্নের পরের mahmud.sbi কথাটি হচ্ছে ইউজার নেইম।
আপনার ক্ষেত্রে এটি না থাকলে সেটিংস এ গিয়ে তৈরি করে নিন। এর পর থেকে ইউজার নেইম বসিয়েই পাসওয়ার্ডের ঘরে গিয়ে লগ ইন করে ফেলুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন