বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

এইচটিএমএল কোর্স ৬ষ্ঠ পর্বঃ প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরি

এইচটিএমএলে (html) একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরির জন্য <p> ট্যাগ ব্যবহার করতে হয়। একটি সাধারণ উদাহরণ দেখুন। এইচটিএমএল এর অনুচ্ছেদ কোডগুলো ছবিতে দেখানো হল।
এইচটিএমএল প্রদর্শনঃ
* এইচটিএমএল দিয়ে টেক্সট ঠিক কিভাবে প্রদর্শিত হবে তা বলা যাবে না। কারণ, এটা নির্ভর করবে মনিটর, স্ক্রিন বা উইন্ডোজের আকারের উপর। অর্থ্যাৎ অনুচ্ছেদে কয়টি লাইন থাকবে তা স্ক্রিনের উপর নির্ভর করবে।
* আপনি আপনার অনুচ্ছেদে অনেকগুলো লাইন তৈরি করলেও যদি সেগুলো এক লাইনে এঁটে যায় তবে ব্রাউজার তাই করবে।
* আপনি শব্দের মাঝে মাঝে বেশি বেশি স্পেস (Space) ব্যবহার করলেও ব্রাউজার তাকে একটি স্পেসে রূপান্তরিত করবে।
 যেমনঃ 
 উপরোক্ত এইচটিএমএল কোডের ফলাফলঃ
তাহলে এর কি কোন সমাধান নেই? 
আছে।
একটি এইচটিএমএল ট্যাগ আছে </br>। এই ট্যগকে বলা হয় লাইন ব্রেক। এটা হল কি-বোর্ডে এন্টার (Enter) চাপার মত। </br> যুক্ত করলেই পরের অংশ চলে যাবে নিচের লাইনে।
আরেকটি সমাধানঃ
আরেকটি ট্যাগ আছে <pre>। এর কাজ হল সোর্স কোড যেভাবে লেখা হয়েছে প্রদর্শনীতে সে বিন্যাস ধরে রাখা।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন