ভাষা শিখতে পারি আর না পারি, বিভিন্ন ভাষার সাথে প্রাথমিক পরিচয় থাকলে তো ক্ষতি নেই। তাই, আসুন জেনে নেই রুশ ভাষার (Russian language) বর্ণমালা ও উচ্চারণ। তবে, আগে কিছু তথ্য।
রাশিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান ও বেলারুশের সরকারী (Official) ভাষা হচ্ছে এই ভাষাটি। পাশাপাহি ইউক্রেন, মলডোভা, লাটভিয়া, লুথানিয়া ও এস্তোনিয়াতেও রুশ ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভাষাভাষির দিক দিয়ে বাংলার পরেই এর অবস্থান, অর্থ্যাৎ আট নম্বরে। ১৫ কোটি মানুষ কথা বলেন এই ভাষায়।
রুশ ভাষার বর্ণমালার একটি সুবিধা হচ্ছে, উচ্চারণের সাথে বানানের মিল। ইংরেজিতে কিন্তু এ মিলটি নেই। আরেকটি সুবিধা হল, একটি ধ্বনির জন্য একটিই অক্ষর, একাধিক অক্ষরের একই উচ্চারণ বা একই অক্ষরের একাধিক উচ্চারণ। ইংরেজিতে কিন্তু এই সুবিধাও নেই।
রুশ বর্ণমালা Cyrillic alphabet নামে পরিচিত। মোট অক্ষর হচ্ছে ৩৩টি। এর মধ্যে ১১টি স্বরবর্ণ, ২০টি ব্যাঞ্জনবর্ণ এবং অপর দুটি বর্ণ ব্যবহৃত উচ্চারণের চিহ্ন হিসেবে। বর্ণানুক্রমানুসারে এগুলো হচ্ছে,
А, Б, В, Г, Д, Е, Ё, Ж, З, И, Й, К, Л, М, Н, О, П, Р, С, Т, У, Ф, Х, Ц, Ч, Ш, Щ, Ъ, Ы, Ь, Э, Ю, Я
এবার চলুন, জেনে নিই এগুলোর উচ্চারণ।
ইংরেজির মত বর্ণগুলোঃ
А а - এর উচ্চারণ বাংলা 'আ' এর মত অথবা ইংরেজি 'father' শব্দের a এর মত। কখোনই cat শব্দের মত য-ফলা+আ-কার মত উচ্চারিত হয় না।
К к - বাংলা 'ক' এর মত।
М м - বাংলা 'ম' এর মত।
O o - stress প্রয়োগে এর উচ্চারণ ও বা ও-কার এর মত হবে। কিন্তু স্ট্রেস বা শ্বাসাঘাত না থাকলে অধিকাংশ সময় 'আ' এর মত হয়।
Т т - বাংলা 'ট' এর মত।
দেখতে ইংরেজির মত কিন্তু উচ্চারণে ভিন্ন বর্ণগুলোঃ
ইংরেজির সাথে গোল পাকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
В в - ইংরেজি V তথা বাংলা ভ এর মত।
Е е - ইংরেজি yes শব্দের ইয়ে (ye) এর মত।
Н н - বাংলা 'ন' এর মত।
Р р - বাংলা 'র' এর মতই, তবে একটু রোলিং হবে যেমন ইংরেজি run শব্দের মত।
С с - 'ইসলাম' শব্দের 'স' বা ইংরেজি See এর s এর মত।
У у - ইংরেজি "boot" বা "root" শব্দের 'oo' এর মত।
Х х - "hello" শব্দের 'h' বা বাংলা 'হ' এর মত উচ্চারণ। অনেক সময় কিছুটা 'খ' এর কাছাকাছি হয়ে যায়।
রুশ ভাষার অদ্ভুত বর্ণগুলোঃ
অদ্ভুত বললাম এই অর্থে যে, এগুলো ইংরেজি, বাংলা, আরবি বা আমাদের পরিচিত কোন ভাষায় চোখে পড়ে না।
Б б - বাংলা 'ব' তথা ইংরেজি 'b' অক্ষরের মত।
Г г - বাংলা 'গ' এর মত।
Д д - বাংলা 'ড' এর মত।
З з - বাংলা 'য' এর বা আরো ভালো করে বললে ইংরেজি Zoo শব্দের z এর মত।
И и - 'ই' বা ই-কার এর মত। হাতে লিখলে অনেক সময় একে ইংরেজি u এর মত মনে হয়।
Л л - বাংলা 'ল' এর মত।
П п - ইংরেজি P তথা বাংলা 'প' এর মত।
Ф ф - ইংরেজি F বা বাংলা 'ফ' এর মত।
Э э - এ বা এ-কারের মত, ইংরেজি fed শব্দের e যেভাবে উচ্চারিত হয়।
যে বর্ণগুলোর ইংরেজিতে কোন বিকল্প নেইঃ
ইংরেজিতে এগুলোর মত উচ্চারণ-প্রকাশক কোন অক্ষর বা থাকলেও উচ্চারণ ইংরেজিতেও আছে। তবে, কয়েকটির ক্ষেত্রে বাংলায় বিকল্প অক্ষর আছে।
Ю ю - 'ইউ' এর মত উচ্চারণ, যেমন ইংরেজি Universe এর u।
Я я - 'ইয়া' এর মত যেমন Yard।
Ё ё - 'ইয়ো' এর মত যেমন ইংরেজি Yonder।
Ж ж - "measure" বা "pleasure" শব্দের s এর মত। আর, বাংলায় প্রকৃতপক্ষে কী হবে আমি আপাতত নিশ্চিত না। তবে, এটা নিশ্চিত যে, 'য' বা 'ঝ' এর মত হবে। ইংরেজিত বলা হয় 'zh' এর মত।
Ц ц - বাংলা 'বৎস' শব্দের 'ৎস' এর মত বা ইংরেজিতে বললে its শব্দের 'ts'এর মত।
Ч ч - চ এর মত বা ইংরেজি Church শব্দের ch এর মত।
Ш ш - 'শ' এর মত তথা ইংরেজি 'Shut' এর 'sh' এর মত।
Щ щ - 'শ' এর মতই। তবে, জিহ্বা থাকবে উপরের তালুতে।
Ы ы - 'ই' বা ইংরেজি ill শব্দের i এর মত।
Й й - এই অক্ষর দিয়ে দ্বৈতস্বর (Diphthongs) গঠিত হয়। "oй" এর উচ্চারণ হবে 'অয়' বা boy শব্দের 'oy' এর মত। আবার, "aй" এর উচ্চারণ হবে 'আই' বা sigh শব্দের igh এর মত।
উচ্চারণগত চিহ্নঃ
এ রকম দুটি আছে যাদের নিজস্ব উচ্চারণ নেই। কিন্তু এদেরকেও বর্ণের সম্মান দেওয়া হয়।
Ъ ъ - এই চিহ্ন আসলে দুইটি আলাদা শব্দাংশের (Syllable) মাঝে একটু স্বর বিরতি দিতে হবে।
Ь ь - এই চিহ্নটি 'Soft Sign' বা মৃদু স্বর নির্দেশ করে। যেমন ইংরেজি Pew শব্দে p কিছুটা মৃদু।
সূত্রঃ
[১] Russian lessons
[2] উইকিপিডিয়া
রাশিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান ও বেলারুশের সরকারী (Official) ভাষা হচ্ছে এই ভাষাটি। পাশাপাহি ইউক্রেন, মলডোভা, লাটভিয়া, লুথানিয়া ও এস্তোনিয়াতেও রুশ ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভাষাভাষির দিক দিয়ে বাংলার পরেই এর অবস্থান, অর্থ্যাৎ আট নম্বরে। ১৫ কোটি মানুষ কথা বলেন এই ভাষায়।
রুশ ভাষার বর্ণমালার একটি সুবিধা হচ্ছে, উচ্চারণের সাথে বানানের মিল। ইংরেজিতে কিন্তু এ মিলটি নেই। আরেকটি সুবিধা হল, একটি ধ্বনির জন্য একটিই অক্ষর, একাধিক অক্ষরের একই উচ্চারণ বা একই অক্ষরের একাধিক উচ্চারণ। ইংরেজিতে কিন্তু এই সুবিধাও নেই।
রুশ বর্ণমালা Cyrillic alphabet নামে পরিচিত। মোট অক্ষর হচ্ছে ৩৩টি। এর মধ্যে ১১টি স্বরবর্ণ, ২০টি ব্যাঞ্জনবর্ণ এবং অপর দুটি বর্ণ ব্যবহৃত উচ্চারণের চিহ্ন হিসেবে। বর্ণানুক্রমানুসারে এগুলো হচ্ছে,
А, Б, В, Г, Д, Е, Ё, Ж, З, И, Й, К, Л, М, Н, О, П, Р, С, Т, У, Ф, Х, Ц, Ч, Ш, Щ, Ъ, Ы, Ь, Э, Ю, Я
এবার চলুন, জেনে নিই এগুলোর উচ্চারণ।
ইংরেজির মত বর্ণগুলোঃ
А а - এর উচ্চারণ বাংলা 'আ' এর মত অথবা ইংরেজি 'father' শব্দের a এর মত। কখোনই cat শব্দের মত য-ফলা+আ-কার মত উচ্চারিত হয় না।
К к - বাংলা 'ক' এর মত।
М м - বাংলা 'ম' এর মত।
O o - stress প্রয়োগে এর উচ্চারণ ও বা ও-কার এর মত হবে। কিন্তু স্ট্রেস বা শ্বাসাঘাত না থাকলে অধিকাংশ সময় 'আ' এর মত হয়।
Т т - বাংলা 'ট' এর মত।
দেখতে ইংরেজির মত কিন্তু উচ্চারণে ভিন্ন বর্ণগুলোঃ
ইংরেজির সাথে গোল পাকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
В в - ইংরেজি V তথা বাংলা ভ এর মত।
Е е - ইংরেজি yes শব্দের ইয়ে (ye) এর মত।
Н н - বাংলা 'ন' এর মত।
Р р - বাংলা 'র' এর মতই, তবে একটু রোলিং হবে যেমন ইংরেজি run শব্দের মত।
С с - 'ইসলাম' শব্দের 'স' বা ইংরেজি See এর s এর মত।
У у - ইংরেজি "boot" বা "root" শব্দের 'oo' এর মত।
Х х - "hello" শব্দের 'h' বা বাংলা 'হ' এর মত উচ্চারণ। অনেক সময় কিছুটা 'খ' এর কাছাকাছি হয়ে যায়।
রুশ ভাষার অদ্ভুত বর্ণগুলোঃ
অদ্ভুত বললাম এই অর্থে যে, এগুলো ইংরেজি, বাংলা, আরবি বা আমাদের পরিচিত কোন ভাষায় চোখে পড়ে না।
Б б - বাংলা 'ব' তথা ইংরেজি 'b' অক্ষরের মত।
Г г - বাংলা 'গ' এর মত।
Д д - বাংলা 'ড' এর মত।
З з - বাংলা 'য' এর বা আরো ভালো করে বললে ইংরেজি Zoo শব্দের z এর মত।
И и - 'ই' বা ই-কার এর মত। হাতে লিখলে অনেক সময় একে ইংরেজি u এর মত মনে হয়।
Л л - বাংলা 'ল' এর মত।
П п - ইংরেজি P তথা বাংলা 'প' এর মত।
Ф ф - ইংরেজি F বা বাংলা 'ফ' এর মত।
Э э - এ বা এ-কারের মত, ইংরেজি fed শব্দের e যেভাবে উচ্চারিত হয়।
যে বর্ণগুলোর ইংরেজিতে কোন বিকল্প নেইঃ
ইংরেজিতে এগুলোর মত উচ্চারণ-প্রকাশক কোন অক্ষর বা থাকলেও উচ্চারণ ইংরেজিতেও আছে। তবে, কয়েকটির ক্ষেত্রে বাংলায় বিকল্প অক্ষর আছে।
Ю ю - 'ইউ' এর মত উচ্চারণ, যেমন ইংরেজি Universe এর u।
Я я - 'ইয়া' এর মত যেমন Yard।
Ё ё - 'ইয়ো' এর মত যেমন ইংরেজি Yonder।
Ж ж - "measure" বা "pleasure" শব্দের s এর মত। আর, বাংলায় প্রকৃতপক্ষে কী হবে আমি আপাতত নিশ্চিত না। তবে, এটা নিশ্চিত যে, 'য' বা 'ঝ' এর মত হবে। ইংরেজিত বলা হয় 'zh' এর মত।
Ц ц - বাংলা 'বৎস' শব্দের 'ৎস' এর মত বা ইংরেজিতে বললে its শব্দের 'ts'এর মত।
Ч ч - চ এর মত বা ইংরেজি Church শব্দের ch এর মত।
Ш ш - 'শ' এর মত তথা ইংরেজি 'Shut' এর 'sh' এর মত।
Щ щ - 'শ' এর মতই। তবে, জিহ্বা থাকবে উপরের তালুতে।
Ы ы - 'ই' বা ইংরেজি ill শব্দের i এর মত।
Й й - এই অক্ষর দিয়ে দ্বৈতস্বর (Diphthongs) গঠিত হয়। "oй" এর উচ্চারণ হবে 'অয়' বা boy শব্দের 'oy' এর মত। আবার, "aй" এর উচ্চারণ হবে 'আই' বা sigh শব্দের igh এর মত।
উচ্চারণগত চিহ্নঃ
এ রকম দুটি আছে যাদের নিজস্ব উচ্চারণ নেই। কিন্তু এদেরকেও বর্ণের সম্মান দেওয়া হয়।
Ъ ъ - এই চিহ্ন আসলে দুইটি আলাদা শব্দাংশের (Syllable) মাঝে একটু স্বর বিরতি দিতে হবে।
Ь ь - এই চিহ্নটি 'Soft Sign' বা মৃদু স্বর নির্দেশ করে। যেমন ইংরেজি Pew শব্দে p কিছুটা মৃদু।
সূত্রঃ
[১] Russian lessons
[2] উইকিপিডিয়া
অনিমেষ
উত্তরমুছুনАнимеш
মুছুনরাশিয়ান ভাষায় যে বর্ণ এবং সমান সমান করে দিলেই ভালো হবে (বাংলা)
উত্তরমুছুনমালেক( বাংলা)মালেক রাশিয়ার ভাষা কি ভাবে লেখব
উত্তরমুছুনМалек
মুছুনডাউনলোড করে নেওয়ার কোন ব্যবস্থা আছে কিনা
উত্তরমুছুনঅাশরাফুল হক
উত্তরমুছুনАшрафул Хак
মুছুনতোমার কি লাগবে
উত্তরমুছুনчто вам нужно
মুছুনচমৎকার।🧡🧡
উত্তরমুছুনআমার স্পেশাল অ্যাপস লাগবে
উত্তরমুছুন