сто долларов -স্টো ডল্লারভ- ১০০ ডলার |
প্রথমেই জেনে নিই রুশ ভাষাকে রুশ ভাষায় কী বলে। আমরা যাকে রুশ ভাষা বলি, তাকে ইংরেজরা বলে রাশিয়ান (Raussian)। আর, রুশরা কিন্তু বলে ру́сский язы́к । (শেষের জিনিসটা কিন্তু 'দাঁড়ি' (।), একে আবার কোন বর্ণ মনে করে বসবেন না) । এখন এই জিনিসটার উচ্চারণ কী?
ইংরেজিতে এর উচ্চারণ russky yazyk। বাংলায় হবে 'রুসকি ইয়াযিক'। এবার মিলিয়ে নিন। আমরা জানি, р এর উচ্চারণ 'র' এর মতো। এর পরে, y এর উচ্চারণ ''oo" এর মত। с হচ্ছে 'স' এর মত। k 'ক' এর মতই। и হচ্ছে 'ই' এর মতো বা ই-কার। ফলে, প্রথম অংশ দাঁড়াল 'রুসকি'।
я এর উচ্চারণ 'ইয়া' এর মত। з হলো 'য' এর মতো। ы́ হচ্ছে 'ই' এর ন্যায়। তাই, язы́к এর রুশ উচ্চারণ দাঁড়ায় ইয়াযিক। সহজই তো, তাই না?
চলুন, আরো কিছু চর্চা করি।
১. Нет এর উচ্চারণ নিয়েট (nyet)। মিলিয়ে নিন বর্ণামালার উচ্চারণের সাথে।এর অর্থ হচ্ছে, 'না'।
২. Семь - সিয়েম (syem)। অর্থ, 'সাত'।
৩. Пять - পিয়াট (pyat)। অর্থ 'পাঁচ'
৪. Метрo - মিয়ে-ট্রো (mye-tro) । অর্থ হচ্ছে মেট্রো, আন্ডাগ্রাউন্ড রেলপথ।
৫. До свидания - ডা-সভিডানিয়া, -da-svee-da-nee-ye। অর্থ, 'বিদায়'।
৬. Спасибо -স্পাসিবা, spa-see-ba। অর্থ 'ধন্যবাদ'।
৭. Да- ডা। অর্থ 'হ্যাঁ'।
৮. сто - স্টো বা sto। অর্থ ১০০।
৯. Пока - পাকা। অর্থ হচ্ছে 'বিদায়', Bye।
১০. Плохо - প্লোখা। এর অর্থ, 'খারাপ'।
১১. Хорошо - খোরাশো। অর্থ হচ্ছে, 'ভালো'।
১২. Михаи́л Серге́евич Горбачёв - মিখাইল সেরগেইভিচ গর্বাচভ- Mikhail Sergeyevich Gorbachov। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনায়ক।
১৩. Дми́трий Ива́нович Менделе́е - দিমিত্রি ইভানোভিচ মেনডেলীভ, Dmitri Ivanovich Mendeleev। এই ব্যক্তি হলেন রসায়নের পর্যায় সারণির জনক।
১৪. Влади́мир Влади́мирович Пу́тин - ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট (২০০০ সাল থেকে) ও সাবেক প্রধানমন্ত্রী।
১৫. Моя мама любит музыку - ময়া মামা লিউভিট মুযিকু। অর্থ, আমার মা গান ভালোবাসেন।
১৬. шесть книг- শিয়েস্ত-ক নিগ। অর্থ 'ছয়টি বই'।
১৭. семь газет - সিয়েম গাযিয়েট। অর্থ, সাতটি পত্রিকা।
১৮. восемь зданий - ভোচিয়েম-য ডানি। আটটি ভবন।
১৯. девять собак - ডিবিয়াট সোবাক। নয়টি কুকুর।
২০. десять студентов - ডিয়েসিয়াট-স-টুডিয়েনটাভ। দশজন ছাত্র।
২১. сто рублей - স্টো রুবলিয়ে। ১০০ রুবল (রাশিয়ার মুদ্রা, ১ রুবল = আড়াই টাকা, নিখুঁত করে বললে ২ টাকা ৫৩ পয়সা)
২২. сто долларов -স্টো ডল্লারভ। ১০০ ডলার।
২৩. Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик - স-ইউয সোভেতসকিখ সোৎসিয়ালিসটিচেসকিখ রেসপুবলিক - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik। এটা হলো রাশিয়ার পূর্বনাম যাকে ইংরেজিতে Union of Soviet Socialist Republics এবং সংক্ষেপে USSR বলা হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন