বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

গুগোলের লাভ বাড়ল ৩০ ভাগ


গুগোল এবার লাভ করেছে ৪৭৬ কোটি ডলার যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি । তবে অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। আমেরিকার অন্য প্রতিষ্ঠানের মতই তাকেও পড়ত ডলারের দরপতনের মুখে। গুগোল বলেছে, ফরেইন এক্সেঞ্জ হার যদি অনুকূলে থাকতো, তবে তাদের লাভ হতো ৫৪১ ডলার বেশি। বিবিসি
মোবাইল অ্যাডের মাধ্যমে গুগোলের আয় কমেছে ৩ শতাংশ। অথচ বর্তমানে বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই মোবাইলের দিকে ঝুঁকছেন। ফলে, গুগোলের বিনিয়োগকারীরা কিছুটা চিন্তিত হচ্ছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন