এখানে আমরা দেখবো, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোন দলগুলো এক ইনিংসে সবচেয়ে কম রানের মালিক । সবচেয়ে কম রানের রেকর্ডটির মালিক মাত্র ২৬ রান নিয়ে নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ইংল্যান্ড তাদেরকে ২৬ রানে বিদায় করে দিয়ে করা রেকর্ডটি এখনও অক্ষুণ্ণ আছে। লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে, শীর্ষ দশ কম রানের মধ্যে ৫টিই দক্ষিণ আফ্রিকার দখলে। আরেকটি লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে দশ শীর্ষ রেকর্ডের ৮টি ক্ষেত্রেই বিপক্ষ দল ইংল্যান্ড। প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলার ক্ষেত্রে ইংল্যান্ডের ইতিহাস বেশ ভালো।
উপমহাদেশের দলগুলোর মধ্যে একমাত্র ভারতের সর্বনিম্ন ১০টি ইনিংসের একটি আছে।
সারণিঃ টেস্টে এক ইনিংসে কম রানের দলীয় ইনিংসঃ
সূত্রঃ সর্বনিম্ন রানের সবগুলো স্কোর দেখতে এখানে ক্লিক করুন
উপমহাদেশের দলগুলোর মধ্যে একমাত্র ভারতের সর্বনিম্ন ১০টি ইনিংসের একটি আছে।
সারণিঃ টেস্টে এক ইনিংসে কম রানের দলীয় ইনিংসঃ
দল | রান | বিপক্ষ | সন |
নিউজিল্যান্ড | ২৬ | ইংল্যান্ড | ১৯৫৫ |
দক্ষিণ আফ্রিকা | ৩০ | ইংল্যান্ড | ১৮৯৬ |
দক্ষিণ আফ্রিকা | ৩০ | ইংল্যান্ড | ১৯২৪ |
দক্ষিণ আফ্রিকা | ৩৫ | ইংল্যান্ড | ১৮৯৯ |
দক্ষিণ আফ্রিকা | ৩৬ | অস্ট্রেলিয়া | ১৯৩২ |
অস্ট্রেলিয়া | ৩৬ | ইংল্যান্ড | ১৯০২ |
নিউজিল্যান্ড | ৪২ | অস্ট্রেলিয়া | ১৯৪৬ |
অস্ট্রেলিয়া | ৪২ | ইংল্যান্ড | ১৯৮৮ |
ভারত | ৪২ | ইংল্যান্ড | ১৯৭৪ |
দক্ষিণ আফ্রিকা | ৪৩ | ইংল্যান্ড | ১৮৮৯ |
সূত্রঃ সর্বনিম্ন রানের সবগুলো স্কোর দেখতে এখানে ক্লিক করুন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন