বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

এপিজে আব্দুল কালামের কিছু উক্তি

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। তাঁর অনবদ্য কিছু উক্তিঃ
১। তোমার প্রথম বিজয়ের পর বিশ্রাম নিয়ো না, কারণ পরেরটায় ব্যর্থ হলে মানুষ বলবে আগেরটা ছিল দূর্ঘটনা।
২। সব পাখি বৃষ্টির সময় আশ্রয় খোঁজে, আর ঈগল মেঘের উপরে উঠে বৃষ্টি এড়িয়ে যায়।
৩। সফলতার বাসনা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তবে, ব্যর্থতা কখনো গ্রাস করবে না।
৪। সফলতা উপভোগ করতে হলে জীবনে কষ্ট করা দরকার।
৫। সূর্যের মত আলো দিতে চাইলে সূর্যের মত জ্বলতে হবে।
৬। কাউকে পরাজিত করা সহজ, কিন্তু জয় করা কঠিন।
৭। আমাদের সবার সমান মেধা নেই, কিন্তু মেধা অর্জন করার সমান সুযোগ আছে।
৮। জীবনে যত উত্থান পতনই আসুক না কেন, চিন্তা-গবেষণাকেই মূল পুঁজি বানাতে হবে।

আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং সেদেশের বিশিষ্ট বিজ্ঞানী। তিনিই ভারতে প্রথম পারমানবিক বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণ করেন। তার জন্ম ১৯৩১ সালে, ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি ছিলেন চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি অ্যান্ড সোসাইটাল ট্রান্সফরমেশনের অধ্যাপক। তিনি অগ্নি, পৃথ্বী, আকাশ, ত্রিশুল ও নাগ ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেন যা ক্ষেপণাস্ত্র শক্তির দিক থেকে ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে।
তিনি ভারতের মিসাইল ম্যান নামে খ্যাত।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন