বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান

 [১০ মার্চ, ২০১৫ পর্যন্ত]
মোট ম্যাচঃ ২৯৪
বিজয়ঃ ৮৫ ম্যাচে
পরাজয়ঃ ২০৫ ম্যাচে
ফলাফল নেই; ৪ ম্যাচ
সর্বোচ্চ স্কোরঃ ৩২৬/৩,  বিপক্ষ পাকিস্তান , ঢাকা-২০১৪
সর্বনিম্ন স্কোরঃ ৫৮, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও ভারত
বিপক্ষ দলের সর্বোচ্চ স্কোরঃ ৩৯১/৪, ইংল্যান্ড, ২০০৫
বিপক্ষ দলের সর্বনিম্ন স্কোরঃ ৪৪, জিম্বাবুয়ে , ২০০৯ (চট্টগ্রাম)
সর্বোচ্চ রানের ব্যাবধানে বিজয়ঃ ১৬০ রানে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
সবচেয়ে বেশি উইকেটে বিজয়ঃ ৯ উইকেটে, ২০০৬সালে কেনিয়ার বিপক্ষে 
সবচেয়ে কম রানে জয়ঃ ৩ রানে, ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে
সবচেয়ে কম উইকেটে জয়ঃ ১ উইকেটে। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে
সবচেয়ে বেশি ম্যাচঃ মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ)
সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্বঃ হাবিবুল বাশার সুমন (৬৯)
সবচেয়ে বেশি ম্যাচে উইকেট কিপারঃ মুশফিকুর রহিম, ১৪০+ ম্যাচে
সর্বোচ্চ ব্যক্তিগইত স্কোরঃ ১৫৪, তামিম ইকবাল
সবচেয়ে বেশি সেঞ্চুরিঃ সাকিব আল হাসান (৬টি)
দ্রুততম সেঞ্চুরিঃ ৬৩ বলে (সাকিব আল হাসান)
দ্রুততম ফিফটিঃ ২১ বলে (মোহাম্মদ আশরাফুল)
সবচেয়ে বেশি উইকেটঃ ২০৭ (আব্দুর রাজ্জাক)
বেস্ট অভিষেক বোলিংঃ ৫/২৮ (তাসকিন, বিপক্ষ ভারত)
সবচেয়ে বেশি ক্যাচঃ মাশরাফি মর্তুজা (৪৩ ক্যাচ)
উইকেট কিপার হিসেবে বেশি ক্যাচঃ মুশফিকুর রহিম ( ১০২)
সবচেয়ে বেশি স্ট্যাম্পিংঃ মুশফিকুর রহিম (৩৬ বার)
হ্যাট্রিকঃ শাহাদাত হোসাইন (২০০৬, জিম্বাবুয়ে), আব্দুর রাজ্জাক (২০১০, জিম্বাবুয়ে), রুবেল হোসেন (২০১৩, ওয়েস্ট ইন্ডিজ), তাইজুল ইসলাম (২০১৪, জিম্বাবুয়ে)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন