দেশের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠদের পরিচিতি তুলে ধরা হল। এখানে তাঁদের শাহাদাতের ক্রম অনুযায়ী ছক সাজানো হয়েছে।
নাম | পদবী | জন্ম | জন্মস্থান | কর্মস্থল | মৃত্যু |
মুন্সী আব্দুর রউফ | ল্যান্স নায়েক | মে, ১৯৪৩ | বোয়াল্মারী, ফরিদপুর | ইপিআর | ৮ এপ্রিল, ১৯৭১, রাঙমাটি |
মোস্তফা কামাল | সিপাহী | ১৬ ডিসেম্বর, ১৯৪৭ | পশ্চিম হাজিপুর, ভোলা | সেনাবাহিনী | ১৭ এপ্রিল, ১৯৭১ |
মতিউর রহমা | ফ্লাইট লেফটেন্যান্ট | ২৯ নভেম্বর, ১৯৪২ | রায়পুরা, নরসিংদী | বিমানবাহিনী | ২০ আগষ্ট, ১৯৭১ |
নূর মোহাম্মদ | ল্যান্স নায়েক | ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ | নড়াইল | ইপিআর | ৫ সেপ্টেম্বর |
হামিদুর রহমান | সিপাহী | ২ ফেব্রুয়ারি, ১৯৫৩ | মহেশপুর, ঝিনাইদহ | সেনাবাহিনী | ২৮ অক্টোবর, ১৯৭১ |
মোহাম্মফ রুহুল আমিন | ইঞ্জিনরুম আর্টিফিসার | ১৯৩৪ | বেগমগঞ্জ, নোয়াখালী | নৌবাহিনী | ১০ ডিসেম্বর, ১৯৭১ |
মহিউদ্দিন জাহাঙ্গীর | ক্যাপ্টেন | ১৯৪৮ | বাবুগঞ্জ, বরিশাল | সেনাবাহিনী | ১৪ ডিসেম্বর, ১৯৭১ |
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন