বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

ঘড়ির কাটা সবসময় ডান দিকে ঘোরে কেন???


ঘড়ির কাটা সবসময় ডান দিকে ঘোরে কারণ প্রচলিত নিয়মে এমনভাবে বানানো হয় । ভিন্ন কৌশল করলে উল্টোভাবেও ঘড়ি বানানো যাবে যার কাঁটা বাঁ থেকে ডানে যাবে।
প্রচলনের উৎপত্তি যেভাবেঃ
ঘড়ি আবিষ্কারের পূর্বে মানুষ ব্যবহার করত সূর্যঘড়ি বা Sun Dials। ঘড়ি আবিষ্কার করেছিল উত্তর গোলার্ধের মানুষ। উত্তর গোলার্ধে সূর্যঘড়ির ছায়া  ডান থেকে বাঁ দিকে বেঁকে যায়। এটা বুঝতে হলে মনে করুন (বা সত্যিইকরুন)-

১. উত্তর গোলার্ধে একটি খুঁটি গাঁড়ুন

২. এটার সামনে উত্তরমুখী হয়ে দাঁড়ান।

৩. খুঁটির ছায়ার দিকে লক্ষ্য রাখুন।

সময়ের সাথে সাথে সূর্য পশ্চিমাকাশ থেকে পূবাকাশের দিকে যাচ্ছে, আর ছায়া যাচ্ছে পূব থেকে পশ্চিমে।  এখন, দর্শকের সাপেক্ষে ঘড়ির কাঁটা ডান থেকে বাঁয়ে যাচ্ছে। সূর্যঘড়ি এভাবেই কাজ করে। ফলে উত্তর গোলার্ধের মানুষ যখন ঘড়ি আবিষ্কার করল, তারা এই নিয়মটি মেনে চলল।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন