বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

HTML Marquee Code: চলমান লেখার জন্য

Tag: marquee
ব্যবহারঃ টেক্সটকে চলমান বানবার জন্য।
আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করলে দেখি কোন নোটিস বা স্বাগত বার্তা স্ক্রোল করে চলাচল করছে। এটা করা হয় HTML Marquee Tag দিয়ে।
কোড লেখা হয় এভাবেঃ <marquee> যে লেখা চলাচল করা দরকার। </marquee>
[পৃষ্ঠার নিচে উদাহরণ দেখুন]
Attribute:  এই ট্যাগটির অনেকগুলো attribute আছে।
behavior="slide" :এটায় টেক্সট একপাশ থেকে আরেকপাশে গিয়ে থেমে যাবে।
behavior="scroll" : অবিরত এক পাশে থেকে অন্য পাশে যেতে থাকবে।
behavior="alternate" : এটা এ পাশ ও পাশ দুলতে থাকবে।
direction left অথবা right দিলে বাম অথবা ডান্ দিকে গতিপথ হবে। অথবা up, down ও দেওয়া যাবে যাতে উপর বা নিচের দিকে যায়।
scrollamount: এই attribute দিয়ে গতি নির্দেশ করা যায়।
যেমন <marquee behavior="scroll" direction="left" scrollamount="20">Fast  speed</marquee>
যেহেতু এইচটিএমএলে এক ট্যাগের মধ্যে আরেক ট্যাগ চালানো যায় তাই marquee code এর মধ্যে ছবি, লিঙ্ক ইত্যাদি দেওয়া যাবে, সমস্যা নেই।


  উদাহরণঃ
সাধারণ marquee
এ পাশ ও পাশ করা
এক পাশে গিয়ে থামা slide marquee
ডানে যাওয়া marquee
উপরে যাওয়া marquee

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন