Tag: Tag দ্বারা এইচটিএমএল কোডের উদ্দেশ্য বোঝানো হয়।
যেমন বাঁকা টেক্সট লিখতে হলে ট্যাগ শুরু করতে হবে <i> দিয়ে ও শেষ করতে হবে </i> দিয়ে।
মোটা হরফে লিখতে চাইলে কোড হবে এমন <b>যা লেখার এখানে লিখতে হবে</b>
অনুচ্ছেদ লিখতে হলে <p>এখানে একটি অনুচ্ছেদ বসানো যাবে</p>
লিঙ্ক দিতে হলে <a>লিঙ্কের বিস্তারিত attribute</a>
ইত্যাদি।
উপরোল্লিখিত I, b, p ইত্যাদি হল HTML এর tag. ট্যাগের দুটি অংশ- opening tag ও closing tag. যেমন <p> হল ওপেনিং ট্যাগ এবং </p> হল ক্লোজিং ট্যাগ।
*HTML এ এক ট্যাগের ভেতরে আরেক ট্যাগ ব্যবহার করা যাবে। যেমন <p><b>I</b> know</p>
Attribute:
অনেকগুলো ট্যাগই attribute এর উপর অনির্ভরর্শীল। তবে কোন কোন ট্যাগে বাড়তি attribute যোগ করে বৈচিত্র আনা যায়। আবার কোন কোন ট্যাগে অত্যাবশ্যকীয় অংশ হিসেবে attribute আনতে হয়। attribute এর দুইপাশে সিঙ্গেল বা ডাবল কোটেশান দিতে হয়।
যেমন কোন একটি পেইজে অন্য পেইজের লিঙ্ক দিতে হলে <a> ট্যাগ ব্যবহার করতে হবে। আর এ ট্যাগের জন্য attribute এর ব্যবহার অনিবার্য। তা না হলে কোন পেইজের লিঙ্ক হবে সেটাই নির্দেশ করা যাবে না।
যেমন লিঙ্ক দিতে হলে কোড হবে <a href="link">Go to this page</a>
এখানে href হল attribute। [এখানে link এর স্থলে ওয়েব পেইজের লিঙ্ক বসবে]
আবার ছবি যোগ করতে হলে কোড হবে <img src="image-link">
[image-link এর স্থলে ছবিটির ওয়েব লিঙ্ক বসাতে হবে]
এখানে src হল attribute.। অবশ্য ছবির ক্ষেত্রে এর দৈর্ঘ্য, প্রস্থ ইত্যদিও attribute দিয়ে নির্দিষ্ট করা যায়।
যেমন বাঁকা টেক্সট লিখতে হলে ট্যাগ শুরু করতে হবে <i> দিয়ে ও শেষ করতে হবে </i> দিয়ে।
মোটা হরফে লিখতে চাইলে কোড হবে এমন <b>যা লেখার এখানে লিখতে হবে</b>
অনুচ্ছেদ লিখতে হলে <p>এখানে একটি অনুচ্ছেদ বসানো যাবে</p>
লিঙ্ক দিতে হলে <a>লিঙ্কের বিস্তারিত attribute</a>
ইত্যাদি।
উপরোল্লিখিত I, b, p ইত্যাদি হল HTML এর tag. ট্যাগের দুটি অংশ- opening tag ও closing tag. যেমন <p> হল ওপেনিং ট্যাগ এবং </p> হল ক্লোজিং ট্যাগ।
*HTML এ এক ট্যাগের ভেতরে আরেক ট্যাগ ব্যবহার করা যাবে। যেমন <p><b>I</b> know</p>
Attribute:
অনেকগুলো ট্যাগই attribute এর উপর অনির্ভরর্শীল। তবে কোন কোন ট্যাগে বাড়তি attribute যোগ করে বৈচিত্র আনা যায়। আবার কোন কোন ট্যাগে অত্যাবশ্যকীয় অংশ হিসেবে attribute আনতে হয়। attribute এর দুইপাশে সিঙ্গেল বা ডাবল কোটেশান দিতে হয়।
যেমন কোন একটি পেইজে অন্য পেইজের লিঙ্ক দিতে হলে <a> ট্যাগ ব্যবহার করতে হবে। আর এ ট্যাগের জন্য attribute এর ব্যবহার অনিবার্য। তা না হলে কোন পেইজের লিঙ্ক হবে সেটাই নির্দেশ করা যাবে না।
যেমন লিঙ্ক দিতে হলে কোড হবে <a href="link">Go to this page</a>
এখানে href হল attribute। [এখানে link এর স্থলে ওয়েব পেইজের লিঙ্ক বসবে]
আবার ছবি যোগ করতে হলে কোড হবে <img src="image-link">
[image-link এর স্থলে ছবিটির ওয়েব লিঙ্ক বসাতে হবে]
এখানে src হল attribute.। অবশ্য ছবির ক্ষেত্রে এর দৈর্ঘ্য, প্রস্থ ইত্যদিও attribute দিয়ে নির্দিষ্ট করা যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন