বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২ জুন, ২০১৪

কীভাবে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল অটো সেইভ করবেন?

আপনার পিসি বা ল্যাপট্যাপ ক্র্যাশ করতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে (আমাদের যেমন ভাগ্য!) অথবা আপনি নিজেই ভুলক্রমে  ফাইলটি ক্লোজ করতে পারেন। তাহলে আধঘন্টা/ এক ঘন্টা ধরে তৈরি করা ফাইলটা গেল ভেস্তে!।

কিন্তু পরিত্রাণ আছে। যেমণ কথা আছে না- যেটার সমাধান নেই সেটা সমস্যাই না। 
সমাধান-১ ; একটু পর পর সেভ করা। (কি বোর্ডে Ctrl+S) চাপুন বা File > Options > Save।
সমাধান-২; প্রতি x মিনিট পর Save AutoRecover অপশন চালু রাখা। 
চালু করতে হলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করে Office Button এ ক্লিক করে একেবারে নিচের দিকে থাকা Word Options এ ক্লিক করতে হবে। এবার বাঁ পাশের Pane থেকে Save এ ক্লিক করে ডান পাশে থেকে নিজের মত Customize করুন।
(ছবিটি বড় করে দেখতে তার উপরে ক্লিক করুন)

সমাধান-৩; Word, Excel, এবং PowerPoint এ "Keep the last autosaved version if I close without saving" বক্সে ক্লিক করে রাখুন। 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন