বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৭ মে, ২০১৪

স্কেটবোর্ড চালানোর কৌশল -পর্ব ১

এই ধারাবাহিক পর্বে আপনি জানতে পারবেন কীভাবে স্কেটবোর্ডিং করতে হয় বা কীভাবে স্কেটবোর্ড চালাতে হয়। এখানে আলোচনা চলবে স্কেটবোর্ড নিয়ে, রোলার স্কেট নিয়ে নয়। সেটা না হয় অন্য কোথাও শিখবো।

১.১। বাছাই

স্থানীয় স্কেট দোকান বা স্কেটের সাইট ঘুরে দেখুন। এভাবে আপনি জানতে পারবেন কোনটায় কাজ হবে আর কোনটায় হবে না। অন্য স্কেটার বা দোকানীর সাথে আলাপ করলেও জানা যাবে কোন ধরণের বোর্ড, চাকার কেমন সুবিধা, অসুবিধা।
লক্ষ্যণীয় বিষয় হল-
- দাম বেশি হলেই যে মান ভালো হবে তা নয়।
- চাকাকে রানিং রাখতে হলে প্রায় ৬ মাস পর পর চাকার বিয়ারিং পাল্টানো দরকার।

১.২। ক্রয়

পূর্বাভিজ্ঞতাসম্পন্ন কাউকে বা কোন বন্ধুকে সাথে নিয়ে কিনে ফেলুন স্কেটবোর্ড।
-সাথে লাগবে মানানসই পোশাক ও জুতা।
-স্কেট জুতা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনি সহজেই বিভিন্ন দিকে পা নাড়াতে পারেন। অন্যথায় পড়ে যাবার সম্ভাবনা বেড়ে যায়।
-সাথে লাগবে অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা যেমন হেলমেট, হাঁটুর প্যাড, কনুইএর প্যাড। এতে করে পতন ও দূর্ঘটনা থেকে নিরাপদ থাকা যাবে।

১.৩। বুঝতে শিখুন

কীভবে স্কেটবোর্ড নত হয়, বাঁকা হয়, চাকারা কীভাবে ঘোরে বোঝার জন্য সময় নিন। আপনার বাড়ির লনে বা ভালো সমতল মাঠে নেমে বুঝতে শিখুন কীভাবে বোর্ড কাজ করে। এর জন্য সমতল, কংক্রিটের জায়গা উত্তম। খেয়াল রাখতে হবে যেন চলার পথে কোন ফাটল, গর্ত, ইট বা পাথরের কণা বা টুকরো না থাকে।
-স্কেটিং ভালো পারে এমন কারো কাছ থেকে পরামর্শ নিন।
--পর্ব ২ দেখুন


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন