টেস্ট ক্রিকেট মানেই রানের পাহাড়। ওডিআই ম্যাচে যেখানে দুই ইনিংস মিলিয়ে গড়ে ৫০০ থেকে ৬০০ রান হয়, সেখানে টেস্টে এক ইনিংসেই ৬০০ রানের বেশি হয়ে যায় অহরহ।
৬০০ তো খুবই কম। টেস্টে এ পর্যন্ত ৮০০ এর বেশিই রান হয়েছে তিন বার। ৭০০ এর বেশি হয়েছে ১৮ বার। তবে, সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছে শ্রীলঙ্কা। তাদের সংগৃহীত সর্বোচ্চ রানের রেকর্ডটি হল ৯৫২ রানের। ১৯৯৭ সালে গড়া এই রেকর্ডে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। ঐ ম্যাচেই সনাথ জয়সুরিয়া ৩৪০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন।
টেস্টে এক ইনিংসে ২য় সর্বোচ্চ সংগ্রহটিও ৯০০ পেরিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ইংল্যান্ডের এই সংগ্রহ ছিল ৯০৩ রানের। এটা অবশ্য বহু পুরানো কথা, ১৯৩৮ সালের ঘটনা।ঐ ম্যাচে স্যার লিওনার্ড হাটন ৩৬৪ রানের ইনিংস খেলেন।
৩য় রেকর্ডটি আরও পুরানো। এটিরও ভাগীদার ইংরেজরা। তবে, এটি নয়'শ এর কম, ৮৪৯। এই ম্যাচে ব্যক্তিগত ত্রিশতকের নজীর আছে। এই ম্যাচে যার মালিক অ্যান্ডি স্যান্ডহাম।
সারণি-
টেস্টে সর্বোচ্চ দশটি ইনিংসঃ
সূত্রঃ
ইএসপিএন ক্রিকইনফো
৬০০ তো খুবই কম। টেস্টে এ পর্যন্ত ৮০০ এর বেশিই রান হয়েছে তিন বার। ৭০০ এর বেশি হয়েছে ১৮ বার। তবে, সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছে শ্রীলঙ্কা। তাদের সংগৃহীত সর্বোচ্চ রানের রেকর্ডটি হল ৯৫২ রানের। ১৯৯৭ সালে গড়া এই রেকর্ডে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। ঐ ম্যাচেই সনাথ জয়সুরিয়া ৩৪০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন।
টেস্টে এক ইনিংসে ২য় সর্বোচ্চ সংগ্রহটিও ৯০০ পেরিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ইংল্যান্ডের এই সংগ্রহ ছিল ৯০৩ রানের। এটা অবশ্য বহু পুরানো কথা, ১৯৩৮ সালের ঘটনা।ঐ ম্যাচে স্যার লিওনার্ড হাটন ৩৬৪ রানের ইনিংস খেলেন।
৩য় রেকর্ডটি আরও পুরানো। এটিরও ভাগীদার ইংরেজরা। তবে, এটি নয়'শ এর কম, ৮৪৯। এই ম্যাচে ব্যক্তিগত ত্রিশতকের নজীর আছে। এই ম্যাচে যার মালিক অ্যান্ডি স্যান্ডহাম।
সারণি-
টেস্টে সর্বোচ্চ দশটি ইনিংসঃ
দল | রান | প্রতিপক্ষ | সন |
শ্রীলংকা | ৯৫২/৬ ডি | ভারত | ১৯৯৭ |
ইংল্যান্ড | ৯০৩/৭ ডি | অস্ট্রেলিয়া | ১৯৩৮ |
ইংল্যান্ড | ৮৪৯ | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৩০ |
ওয়েস্ট ইন্ডিজ | ৭৯০/৩ ডি | পাকিস্তান | ১৯৫৮ |
পাকিস্তান | ৮৬৫/৬ ডি | শ্রীলংকা | ২০০৯ |
শ্রীলংকা | ৭৬০/৭ ডি | ভারত | ২০০৯ |
অস্ট্রেলিয়া | ৭৫৮/৮ ডি | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৫৫ |
শ্রীলংকা | ৭৫৬/৫ ডি | দঃ আফ্রিকা | ২০০৬ |
ওয়েস্ট ইন্ডিজ | ৭৫১/৫ ডি | ইংল্যান্ড | ২০০৪ |
ওয়েস্ট ইন্ডিজ | ৭৪৯/৯ ডি | ইংল্যান্ড | ২০০৯ |
ইএসপিএন ক্রিকইনফো
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন