বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৭ জুলাই, ২০১৫

উইন্ডোজ পিসির বহুল ব্যবহৃত কিছু কি-বোর্ড শর্টকাট

এখানে বেশি প্রয়োজনীয় কিছু শর্টকাট দেওয়া হলো। ব্রাউজার  নিয়ন্ত্রণের কি-বোর্ড শর্টকাট দেখতে এখানে ক্লিক করুন


ক্রম শর্টকাট ব্যাবহার
উইন্ডোজ বাটন + সার্চ। উইন্ডোজ লোগো চেপে কাঙ্ক্ষিত ফাইল বা প্রোগ্রামের নাম টাইপ করা শুরু করতে হবে। যেমন মজিলা ফায়ারফক্স ব্রাউজার খুঁজে বের করতে উইন্ডোজ কি চেপে টাইপ করা শুরু করুন Firefox। ফলাফলে ব্রাউজার দেখা যাবে।
Ctrl+C, Ctrl+X, Ctrl+V যথাক্রমে, কোন টেক্সট, ফাইল বা ছবি কপি, কাট ও পেস্ট করতে। কপি করলে আগের তথ্য যথাস্থানে থেকে যাবে। কাট করলে শুধু নতুন জায়গায় থাকবে।
Ctrl+F বর্তমান পেইজে সার্চ করতে
Alt+Tab খোলা উইন্ডোগুলো একটার পর একটায় যেতে। যেমন ব্রাউজার থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ইত্যাদি। উইন্ডো দুইয়ের বেশি হলে চেঞ্জ করার জন্যে Alt চেপে ধরে ট্যাব চেপে যেতে হবে।
কোনটা মিস হয়ে গেলে Alt+Shift+Tab চাপতে হবে। বেকই উইন্ডোর বিভিন্ন ট্যাবে (যেমন ব্রাউজারে) স্থানান্তরের জন্যে চাপতে হবে Ctrl+Tab। উল্ট দিকে যেতে Ctrl+Shift+Tab
Ctrl+P প্রিন্ট করার জন্যে। ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল বানাতেও এটি কুইক বাটন হিসবে কাজ করবে।
Ctrl+T বিশেষত ব্রাউজারে নতুন ট্যাব খুলতে। ব্যাক বা ফরোয়ার্ডে যেতে Ctrl চেপে যথাক্রমে বাম ও ডান অ্যারো চাপতে হবে। চলমান ট্যাবে সার্চ বা ঠিকানা লিখতে Ctrl + L
Alt+F4 চলমান প্রোগ্রাম বন্ধ করতে। ট্যাব বা ফাইল বন্ধ করতে Ctrl+W
Windows Key + L পিসি লগ অফ করতে, যাতে অন্য কেউ এক্সেস না পায়।
Ctrl+Alt+Delete টাস্ক ম্যানেজারে যেতে। এতে অনেক সময় সাড়াহীন (unresponsive) প্রোগ্রাম থেকে মুক্তি পাওয়া যাবে।
১০ এই অপশন উইন্ডোজ 8 এর জন্যেঃ
ক) Windows Key + C
খ) Windows Key + D
গ) Windows Key + X
ক) ডান পাশ থেকে চার্মস বার আনতে।
খ) ডেস্কটপে আসা-যাওয়ার জন্যে
গ) পাওয়ার অপশনসহ অনেক কিছু

তথ্যসূত্রঃ howtogeek